ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

রিমান্ড শেষে কারাগারে লোকমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য ১১ নভেম্বর বিকাল ৫টার দিকে লোকমানকে কাশিমপুর কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রমনা থানায় রাখা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হলেও চারদিন জিজ্ঞাসাবাদ করা হলো লোকমানকে।

দুদকের আবেদনের পর গত ৩ নভেম্বর লোকমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত। এর আগে গত ২৭ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। 

মামলায় ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এরপর গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার বাসা থেকে গ্রেফতার হন লোকমান।

এমএস/এসি