ম্যাক্স কোলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অনন্ত জলিল ও বর্ষা
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:০৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার
জনপ্রিয় পানীয় ম্যাক্স কোলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।
রাজধানীর একটি হোটেলে চুক্তিতে সই করেন অনন্ত-বর্ষা ও ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব। চুক্তির আওতায় এই দম্পতি আগামী এক বছর ম্যাক্স কোলার বিভিন্ন প্রমোশনালে অংশ নেবেন। অনুষ্ঠানে এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং অরুনাংসু ঘোষ, ক্যাটাগরি ম্যানেজার নুরুল আফসারসহ ম্যাক্স কোলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।