ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

অর্থনীতি ঠিক রাখতে পরামর্শ দিয়েছে সিপিডি

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৩১ পিএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার

অর্থনীতি ঠিক রাখতে জ্বালানী তেলের দাম কমানো, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এছাড়া ঋণের টাকা ব্যবহারে সক্ষমতা বাড়ানোরও তাগিদ দিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে, চলতি অর্থ বছরের, প্রথম ছয় মাসের অর্থনীতি পর্যালোচানা নিয়ে সংবাদ সম্মেলনে নানা পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি।  ঋণ নিয়ে, রাজস্ব বাজেট বাড়ছে ঠিকই কিন্তু সে অনুপাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর  ব্যায়ের সক্ষমতা নেই বলেই মনে করে প্রতিষ্ঠানটি। ডলারের সাথে টাকার বিনিময় হারের ওঠা নামা বন্ধ না হওয়ায় বাড়ছে অর্থ পাচারের প্রবণতা। ডলার-টাকার বিনিময় হারে সামঞ্জস্য আনার পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনারও পরামর্শ তাদের। আশানুরুপ বিনিয়োগ না হওয়ার কারণও তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে। রাজস্ব আদায়ে, এনবিআর মুন্সিয়ানা দেখালেও রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সুশাসন নিশ্চিত করা গেলে এ অর্থ বছরেও সাফল্য আসবে বলে মনে করে সিপিডি।