ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ফরিদপুরে ধানক্ষেতে মিলল ইজিবাইক চালকের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ধানক্ষেত থেকে সৈকত নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার সকালে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

স্বজন ও স্থানীয়রা জানায়, সৈকত ইজিবাইক নিয়ে বৃহস্পতিবার বিকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাড়ি থেকে বের হয়ে। রাতে সৈকত বাড়িতে ফিরে না এলে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন।

শুক্রবার সকালে পুলিশ গোয়ালচামট খোদাবক্স সড়কের শেষ মাথা এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্বজন ও পুলিশের ধারণা তার ইজিবাইকটি ছিনতাই করে সৈকতকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

একে//