ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার

ঢাকা ও সাতক্ষীরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৪)। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং’র সহকারী পরিচালক এএসপি মিজানুর বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঢাকার উত্তরা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

এ বিষয়ে আজ শনিবার কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিজানুর রহমান।
এমএস/