ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতেই নতুন আইন : ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নতুন সড়ক আইনে বেশি জরিমানা করা হয়েছে। এতে করে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।’

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজ থেকে নতুন সড়ক আইন কার্যকর হচ্ছে। এতে কোথাও কোনো অসঙ্গতি থাকলে তা পরিবর্তন করা হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের অবকাঠামগত উন্নয়নের কমতি নেই। কিন্তু সংকট হচ্ছে সড়কে শৃঙ্খলা। আর তা ফেরাতেই নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে, কোথাও দুর্ঘটনা ঘটলে স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে।’

সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেল দায়ী উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘তারা নিজেদের পথের রাজা মনে করে। এটা একটা উপদ্রব। আমরা যে পারি না, তা না। এখন ঢাকা শহরে কোথাও হেলমেট ছাড়া চালক-যাত্রী পাবেন না। আর যারা বাইকে হেলমেট পরে না, তারা হলো রাজনৈতিক কর্মী।’

সড়কে শৃঙ্খলার জন্য সচেতনতা বাড়াতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু গাড়ি আছে, তারা সিটিং (সার্ভিস) লিখে রাখে। আসলে তারা সিটিং না, চিটিং সার্ভিস। নতুন আইন বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দু’সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে। যত বাধাই আসুক, আমি এগিয়ে যাবো।’

কাদের বলেন, ‘রোড সেক্টর খুব চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর ডায়নামিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, তারা সরে গেছে, তাতে কী। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হবে। আমি ১৭৯ বার সেই সেতু পরিদর্শন করেছি। ২০২১ সালেই পদ্মাসেতু খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.চার্লস সি ভিনালুয়েভা প্রমুখ।

এআই/