হুজুগে মেতে সরকারকে দোষী করা যাবেনা : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০২:৫২ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০২:৫২ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার
হুজুগে না মেতে বা গুজবে কান না দিয়ে, জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ভবন ও দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করে এ আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, না জেনে ঝুকিপূর্ণ বিনিয়োগের দায় সরকার নেবে না।
বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন এবার নিজস্ব ভবন পেল। রাজধানীর আগারগাওয়ে দশতলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করেন দেশব্যাপী আর্থিক ও বিনিয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিচক্ষণতার কারণে পূঁজিবাজারে স্থিতিশীলতা ও আস্থা ফিরেছে।
তবে, অনেকে না জেনে না বুঝে ঝুকিপূর্ণভাবে পূঁজিবাজারে বিনিয়োগ করেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কোম্পানীর আর্থিক সক্ষমতা দেখে বিনিয়োগের আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে পুঁজিবাজার হবে দীর্ঘমেয়াদী অর্থায়নের নির্ভরযোগ্য উৎস।
পূঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় সিকিউরিটিজ কমিশনকে তদারকি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, পুুঁজিবাজারের প্রতি সরকারের সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।