ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৩:০৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৭ রবিবার

  তুষারপাতের কবলে পড়ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকা, ছয় ইঞ্চিরও বেশি পুরু তুষারে ঢাকা পড়েছে। এরফলে ব্যাহত হচ্ছে যানচলাচল। জরুরী কাজ ছাড়া লোকজনও ঘর থেকে বের হচ্ছেন না। এছাড়া নিউজার্সি, কানেকটিকাটেও দিনভর তুষারপাত হয়েছে। ভার্জিনিয়ায় তুষারপাতের কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনা। শনিবার রাত থেকে কমপক্ষে ৫শ’ও বেশি দুর্ঘটনা ঘটেছে। অচল হয়েছে পড়েছে ৭শতাধিক যানবাহন। তুষার পরিষ্কারে কাজ করছে বিশেষ কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগের পক্ষ থেকেও প্রতিনিয়ত সর্বশেষ অবস্থা জানানো হচ্ছে।