ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

চৌমুহনীতে অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাঁই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর রেলওয়ে স্টেশন মার্কেটে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
চৌমুহনী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় রেলওয়ে ষ্টেশন মার্কেটের নূর ক্রোকারিজের পেছন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে, মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় মোবাইল, ক্রোকারিজ দোকান, হোটেলসহ ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত পাঁচ মাসে একই মার্কেটে তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চলতি বছরের জুন ও জুলাই মাসে পর পর দু'বার ঘটে। ওই সময় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। প্রথম দুইবারই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। 

কেআই/আরকে