ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

সড়ক দূর্ঘটনায় মৃত্যু কিছুতেই কমছেনা

প্রকাশিত : ১০:০০ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:০০ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার

কিছুতেই কমছেনা সড়ক দূর্ঘটনায় মৃত্যু। পরিসংখ্যানে গত দুই বছরের দূর্ঘটনার সংখ্যা কমলেও, এটি যথেষ্ট নয়, বলে মনে করছেন সড়ক নিরাপত্তার সাথে সংশ্লিষ্টরা। তাদের মতে সবগুলো মহাসড়ক চার লেনের হলে কমবে প্রাণহানীর সংখ্যা। সেই সাথে চালক এবং যাত্রীদের আরো সচেতন হওয়ার তাগিদও তাদের। সাবধানতার অভাবে রোববার গাজীপুরে ঝড়ে গেল দুই শিশুসহ ৫টি জীবন। যদিও এমন দুর্ঘটনা এটাই প্রথম নয়। দেশে যত সড়ক দূর্ঘটনা ঘটছে তার মধ্যে গেইটবিহীন, অরক্ষিত রেল ক্রসিং অন্যতম। সরকারী হিসেব বলছে প্রতিবছর দেড়শতাধিক মানুষ রেলক্রসিং পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছে। তবে যাত্রী কল্যাণ সমিতির তথ্য,  ২০১৬ সালে সাড়ে ৪ হাজার সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ হাজার মানুষের। আর এর আগের বছর সড়কে দুর্ঘটনার সংখ্যা সাড়ে ৬ হাজার। জীবন গেছে সাড়ে ৮ হাজারেরও বেশী মানুষের। সংখ্যায় কমলেও তা এখনো গ্রহণযোগ্য পর্যায়ে নয়, বলে মনে করেন সড়ক নিরাপত্তায় সচেতনতা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট এই সংগঠক। দুর্ঘটনা কমাতে যাত্রীরাও বড় ভূমিকা রয়েছে বলে মত তার। যান্ত্রিক যান ও এর চালকদের নিয়ন্ত্রয়কারি সরকারি প্রতিষ্টানের এই কর্মকর্তার জানালেন সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগের কথা। সড়ক দূর্ঘটনা শুধু ব্যক্তি পর্যায়েই নয়, এর নেতিবাচক প্রভাবে পড়ে পরিবার, সমাজ এবং অর্থনীতিতেও।