ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর ৩ বছরেও চালু হয়নি

প্রকাশিত : ১০:০৬ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:০৬ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার

গেজেট প্রকাশের তিন বছরেও চালু হয়নি নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর। এতে হতাশ ব্যবসায়িসহ এ অঞ্চলের মানুষ। বন্দরটি চালু হলে নীলফামারীসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়িরা। তবে, শিগগিরই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৯৩৭ সালে নীলফামারীর ডোমারে চিলাহাটি স্থলবন্দর চালু করে ব্রিটিশ সরকার। ৪৭ এ দেশভাগের পর বন্ধ হয়ে যায় বন্দরটি। পরবর্তীতে ১৯৬০ সালে বন্দর চালু হলেও ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় আবারো বন্ধ করে দেয়া হয় এই স্থলবন্দরের কার্যক্রম। এরপর ২০১১ সালে স্থলবন্দর চালুর ঘোষনা দেন নৌ-পরিবহন মন্ত্রী। ২০১৩ সালে এলক্ষ্যে গেজেট প্রকাশিত হলেও ভারতের অংশে অবকাঠামো তৈরি না হওয়ায় বন্দরের কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দরটি চালু হলে এই অঞ্চলের আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়িরা। চিলাহাটি বন্দরের কার্যক্রম দ্রুত শুরু করতে ভারত সরকারের সাথে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনার দাবি জানিয়েছে ওই অঞ্চলের মানুষ।