বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৯:২৬ এএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:২৬ এএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর তিনি দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সাধারন মানুষ একে একে শ্রদ্ধা জানায়। এসময় দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক দল আওয়ামীলীগ আগের চেয়ে অনেক পরিণত ও সক্রিয়। ১১ই জানুয়ারীর পর আওয়ামীলীগে অনুপ্রবেশকারী অন্য ধারার নেতা ও কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে তার দল বলেও মন্তব্য করেন তিনি।