ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শিপন-সুবহাকে নিয়ে ‘বসন্ত বিকেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৮:৫৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৯ সোমবার

নতুন সিনেমা নিয়ে আসছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদার। রোমান্টিক গল্প নিয়ে আবর্তিত এ সিনেমার নাম ‘বসন্ত বিকেল’।

রোববার (১৭ নভেম্বর) ছবিটির প্রথম লুক প্রকাশ করেছেন এর নির্মাতা রফিক শিকদার। নতুন এই চলচ্চিত্রে যুক্ত হয়েছেন ‘দেশা: দ্য লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আলোচিত মডেল হুমায়রা সুবহা। আরও আছেন তানভীর তনু।

নির্মাতা রফিক শিকদার জানান, আগামী ২৩ নভেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ। 

'বসন্ত বিকেল' চলচ্চিত্রটির পোস্টার ডিজাইন করেছেন অর্নিল হাসান রাব্বি।

এসি