ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা আকরাম খানের

প্রকাশিত : ১০:১২ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:১২ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় হতাশ বিসিবির পরিচালক ও ক্রিকেট অপরারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান। বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থানরত আকরাম সাংবাদিকদের সাথে বাংলাদেশের দলের নিউজিল্যান্ড সফর নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাজে সময় কাটিয়ে অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে প্রায় গত দুই বছর স্বপ্নের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বিশেষ করে দেশের মাটিতে অসাধারণ নৈপুন্য ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি হিসেবে আতœ প্রকাশ করে টাইগাররা। নিউজিল্যান্ড সফরে তাইতো প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছিল ক্রিকেট ভক্তদের। কিন্তু সবাইকে হতাশায় ডুবিয়ে ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হলো মাশরাফি বাহিনী। এতে সমর্থকদের পাশাপাশি হতাশ ক্রিকেট কর্মকর্তারাও। বিশ্রমের পর কার্টার মাষ্টার মুস্তাফিজ দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন বলে আভাস দিয়েছেন আকরাম খান। দু:সময়ে দলকে আরো বেশি সমর্থন দেয়ারও আহবান জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।