ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ট্রাম্পকে পারিবারিক ব্যবসার মতো হোয়াইট হাউজ পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন ওবামা

প্রকাশিত : ১০:১০ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:১০ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার

  ডোনাল্ড ট্রাম্পকে পারিবারিক ব্যবসার মতো হোয়াইট হাউজ পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট ওবামা বলেন, নির্বাচনী  প্রচারণা এবং যুক্তরাষ্ট্র পরিচালনা এক নয়। তিনি ডোনাল্ড ট্রাম্পকে আরো সচেতনভাবে দেশ পরিচালনায় মনোযোগী হবার পরামর্শ দেন। কিছু কিছু বিষয়ে তাদের মত পার্থক্য রয়েছে উল্লেখ করে, ট্রাম্প চাইলে পরামর্শ দিয়ে সাহায্য করবেন বলে জানান বিদায়ী প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।