ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

গাজীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ভদুমনি নিহত

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১১:৫৫ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার

  গাজীপুরের পশ্চিম লক্ষ্মীপুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি সন্ত্রাসী ভদুমনি নিহত হয়েছে। গেল রোববার রাত আড়াইটার দিকে ওই এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ভদুমনির মৃত্যু হয়। এ’সময় ডিবি পুলিশের ওসি আমির হোসেনসহ দুই জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ ভদুমনি’র সহযোগি আনোয়ারকে আটক করে।