পিটারবরো ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি
প্রকাশিত : ১১:৫৫ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১১:৫৫ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার
এফএ কাপ ফুটবলে পেদ্রোর জোড়া গোলে পিটারবরো ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে ২-০তে এগিয়ে ছিলো চেলসি। ১৭ মিনিটে প্রথম গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড মিচি বাতসুয়াই। ৫২ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ৭০ মিনিটে পিটারবরোর হয়ে স্বান্তনার গোলটি আসে টম নিকোলাসের শট থেকে। ৭৫ মিনিটে চেলসির শেষ ও নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। শেষ পর্যন্ত আর গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।