ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

চোখে ব্যান্ডেজ নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন সাংবাদিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

খবর কভারেজের সময় ইসরাইলী বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামের এক সাংবাদিক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এর অংশ হিসেবে এক চোখে ব্যান্ডেজ নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা। 

দায়িত্ব পালনের সময়ে ইসরাইলী সেনার গুলিতে সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদে ফিলিস্তিন টিভিতে গতকাল সোমবার রাত ৯টার খবরে দুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পাঠ করতে দেখা গেছে।

গত শুক্রবার পশ্চিমতীরে যখন বিক্ষোভ চলছিল, তখন এই খবর সংগ্রহ করতে যান অনেক সাংবাদিক। এদের মধ্যে ছিলেন হারান মোয়াজ আমারনা নামের এই সাংবাদিকও। ইসরাইলী বাহিনীর আক্রমণের শিকার হলে এই সাংবাদিককে নিয়ে যাওয়া হয়  জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে। 

চিকিৎসা শেষে এখানকার চিকিৎসকরা সাংবাদিকের পরিবারকে জানিয়েছেন, গুলির কারণে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং তার চোখ মারাত্মক জখম হয়েছে।

তবে ইসরাইলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের ওই ঘটনায় সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

এএইচ/