ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:১৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ রেখেছেন বাস শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা-যশোর, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা- মাগুরা ও চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে তারা।

এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বাস না পেয়ে অনেকে ইজিবাইক ও মহাসড়কে চলাচলে নিষিদ্ধ ৩ চাকার যানবাহনে চলাচল করছে। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চাকরিজীবীরা। অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দূরপাল্লার বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন চলাচল করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম দাবি করেন, শ্রমিক ইউনিয়ন কোনও ধর্মঘট ডাকেনি। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

একে//