ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় ধরনের পরিবর্তন আসবে না

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৮ এএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বড় ধরনের পরিবর্তন আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা আদায় করতে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন তারা। গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই আলোচনায়- কেমন হবে বাংলাদেশ- যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক কূটনীতিকরা মনে করেন, আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগিয়ে যাবে বাংলাদেশ- যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শামসুর রেহমান মনে করেন, ট্রাম্প একজন ব্যবসায়ি, তার এই ব্যবসায়িক মনোভাব কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত হবে যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া। এই দুই বিশেষজ্ঞ মনে করেন, ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প নীতিগত বিষয়ে কি সিদ্ধান্ত নেন তার উপর নির্ভর করবে সবকিছু।