ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ট্রাম্পের জামাতাকে হোয়াইট হাউসে তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:২৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

নব নির্বচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসে তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়গুলোতে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ৩৫ বছর বয়সী কুশনার। ব্যবসায়ী কুশনারের নিয়োগ নিয়ে নিজ দলের মধ্যেই বির্তকের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শিবিরের দাবি, আইন অনুসারে প্রেসিডেন্টের নিকট আত্মীয়ের কেউ হোয়াইট হাউসে নিয়োগ পেতে পারেন না। এছাড়া ফেডারেল এথিকস আইন অনুসারে, সরকারী কর্মকর্তারা কোনও ব্যবসা থেকে লভ্যাংশ ভোগ করতে পারবে না। এদিকে নিউইয়র্ক অবজারভার পত্রিকার মালিক কুশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে ডেমোক্র্যাটিক দল ও জুডিশিয়ারি কমিটির সদস্যরা।