ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

ফিফা বর্ষসেরার পুরষ্কার জিতলেন রোনালদো

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১২:২৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

  ব্যালেন ডি অরের পর ফিফা বর্ষসেরার পুরষ্কারও জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি সুইজারল্যান্ডের জুরিখে হওয়া এ অনুষ্ঠানে যোগ দেননি। তবে তালিকায় থাকা অপর ফুটবলার অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্রান্সের স্ট্রাইকার অতোয়ান গ্রিজমান ঠিকই উপস্থিত ছিলেন। বছর জুড়ে অসাধারণ খেলা রোনালদোর ব্যক্তিগত ও দলগত সাফল্য ছিল আকাশচুম্বি। নিজ দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর দুই মাসের মধ্যে দেশকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতান এ তারকা। এ বছর ক্লাবের হয়ে ৪২ ও দেশের হয়ে ১৩টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।