ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

পুলিশ গনতন্ত্রের পায়ে বেঁড়ি দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৪১ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

  সভা-সমাবেশ করার অনুমতি না দিয়ে পুলিশ গনতন্ত্রের পায়ে বেঁড়ি দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ অভিযোগ করেন। আরেক কর্মসূচিতে বএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জনগনকে স্বৈরাচারের বাক্সে বন্দী করেছে। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অভিযোগ করেন ,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভা-সমাবেশের অনুমতি প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা প্রতিহিংসামূলক। একই সঙ্গে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের ঘটনাকে সরকারের আক্রোশের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সরকার শুধু বিরোধী দল নয়, জনগনের সঙ্গেও স্বৈরাচারী আচরন করছে। তিনি বলেন, ১/১১ ষড়যন্ত্রের ধারবাহিকতায় ভোটাধিকার এখন বিলুপ্তির পথে। জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলনে পিছপা হবে না বলেও জানান এই নেতা।