ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বরিশালে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার

বরিশালে ট্রাকে করে ন্যায্য মূল্যে পেয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারের চেয়ে কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশী ক্রেতারা। ডিলাররা বলছেন, সরকার যতদিন তাদের পেঁয়াজ সরবরাহ করবে, ততদিন তারা খোলা বাজারে ন্যায্য মূল্যে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করবেন। 

টিসিবি বরিশালের কর্মকর্তারা বলছেন, খোলা বাজারে বিক্রির জন্য প্রথম চালানে ১০টন পেঁয়াজ এসেছে। আরও পেঁয়াজ আসছে। খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাদের। 

গত ২ মাসেরও বেশী সময় ধরে পেঁয়াজ নিয়ে তুঘলকি কান্ডের পর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি আজ থেকে নগরীর ৫টি পয়েন্ট জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে, নগর ভবনের সামনে, জজ কোর্ট চত্ত্বর, চৌমাথা বাজার এবং আমতলার মোড় এলাকায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে। আজ বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান টিসিবি’র পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন। 

উদ্ধোধনের পরপরই স্থানীয় ক্রেতারা লাইনে দাঁড়িয়ে ন্যায্য মূল্যের পেঁয়াজ কেনেন। খুচরা বাজারে দেড়শ’ টাকা কেজি দরের পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে কিনতে পেরে খুশী ক্রেতারা। দেরীতে হলেও সরকার ন্যায্য মূল্যে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ জন্য সরকারকে ধন্যাবাদ জানিয়েছেন অনেকে। 

আরকে//