সাড়ে পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন আজ
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস পার করলো দেশের পুঁজিবাজার।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। যা ২০১১ সালের ২৮ জুলাইয়ের পর সর্বোচ্চ লেনদেন। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭৫টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। প্রধান সূচক ডিএসই-এক্স বেড়েছে প্রায় ৬৩ পয়েন্ট। অন্যদিকে, সূচক ও লেনদেন বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে প্রায় ১০৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।