ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

পরিবহন ধর্মঘটে মুখে ছোঁড়া হচ্ছে পোড়া মবিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৭:০৮ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘটে সড়কে বাস, ট্রাক ও পিক-আপ থামিয়ে চালকের মুখে পোড়া মবিল ছোঁড়া হচ্ছে। এ থেকে রেহাই পাচ্ছে না ব্যক্তিগত গাড়িও।

ট্রাক চালানোর অপরাধে চালককে মারধরের ঘটনাও ঘটেছে। এছাড়াও গাড়িতেও লেপ্টে দেয়া হচ্ছে পোড়া মবিল। কেড়ে নেওয়া হচ্ছে গাড়ির চাবি। 

আজ বুধবার রাজধানী জুড়ে এমন চিত্রের দেখা পাওয়া যায়। পরিবহন ধর্মঘটের ফলে বিড়ম্বনায় পড়েছেন সারাদেশ থেকে রাজধানী মুখি যাত্রীরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকেও এমন খবর পাওয়া যায়।

অবরোধে অংশ নেওয়া একটি ট্রাক চালকের সহকারী শাহিনুর বলেন, নতুন সড়ক আইনে যে জরিমানা রাখা হয়েছে তা আমাদের প্রতি এক ধরনের অবিচার। জরিমানার পরিমাণটা অনেক বেশি। এ আইন সংশোধন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এমএস/এসি