গণআদালতেই একদিন বিএনপির নেত্রীর বিচার হবেঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:০৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
মানুষ পুড়িয়ে হত্যা এবং সন্ত্রাসী, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ায় জনগণ গণআদালতেই একদিন বিএনপির নেত্রীর বিচার করবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ।
এতে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেতাদের বক্তব্য শেষে নিজের ভাষণের শুরুতেই বঙ্গবন্ধুর কারাবন্দী অবস্থান ও তখনকার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী।
বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সফলতার সঙ্গে এগিয়ে চলছে বর্তমান সরকার। কিন্তু, বিএনপি জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দিয়ে বারবার দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
তবে, বিএনপির নেত্রীর ধ্বংসাত্মক কাজের জন্য জনগণ একদিন তার বিচার করবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন দারিদ্র বিমোচনের পথে অনেকটা দূর এগিয়েছে। বর্তমান সরকার কথায় নয়, কাজে সবকিছু প্রমাণ করে বলেও উল্লেখ করেন তিনি।