ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার

জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের সেবা করাই তার সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান। শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নেই ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্ষমতা যতো বিকেন্দ্রীকরণ করা হবে ততই জনসেবার সুযোগ বাড়বে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনেক চড়াই উৎরাই পার হয়েই উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। আগামী ১৮ জানুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদের সদস্যরা শপথ নেবেন।