ওয়েলিংটনে তৈরি করা হয়েছে এন-জেড ক্রিকেট মিউজিয়াম
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০২:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার
ওয়েলিংটনের ক্রিকেট স্টেডিয়াম বেসিন রিজার্ভের পাশেই তৈরি করা হয়েছে এন-জেড ক্রিকেট মিউজিয়াম। ক্রিকেটের ঐতিহাসিক ঘটনার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এই মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশেও এই ধরনের একটি ক্রিকেট মিউজিয়াম করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এন-জেড ক্রিকেট মিউজিয়ামে প্রবেশের পর যেদিকে তাকাবেন সেদিকেই ক্রিকেট । এখানে যেমন আছে দুই শত বছর আগের ক্রিকেট স্মৃতিœ, আছে সমসাময়িক স্মৃতি গাথা । নিজ দেশের ক্রিকেট ঐতিহ্য ছাড়াও বিভিন্ন দেশের ক্রিকেটের ইতিহাস ও আছে এই মিউজিয়ামে।
এই মিউজিয়াম ক্রিকেটের পুরনো তথ্য জানতে একটি ভাল উদ্যোগ বলে মত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে সংরক্ষণকে করতে এরকম একটি মিউজিয়াম প্রয়োজনীয়তা অনুভব করছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।