ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

হালসিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ০৮:০১ এএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০১:৩৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার

ক্যাপিটাল ওয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে হালসিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো শিরোপা প্রত্যাশি ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমনে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ম্যান ইউ। ৫৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড জুয়ান মাতা। ৮৭ মিনিটে গোল করে ২-০তে ব্যবধান বাড়ান মারুয়ান ফেলানি। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।