ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

বান্দরবানে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০১:৩৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার

বান্দরবানের দুর্গম অঞ্চলের হতদরিদ্র পরিবারগুলোর অভাব ঘুচিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’। সেবামূল্যে ঋণ নিয়ে হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও নানা রকম শাক-সবজি আবাদ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আত্মনির্ভরশীল হওয়ায় তাদের মুখে এখন অনাবিল হাসি। মা-এ-ম্যা মারমা। বান্দরবানের বাঘমারা পাড়াগ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক। ৩০ হাজার টাকা ঋণ নিয়ে পেঁপে চাষ চাষ করে হয়েছেন লাভবান। শুধু মা-এ-ম্যাই নন। সেবা মূল্যের সুদে ঋণ নিয়ে তাঁত বুনন, হাঁস-মুরগী ও গরু-ছাগল পালন কিংবা কলা, হলুদ, ভুট্টা, পেঁপেসহ শাক-সবজি চাষ করে এখন স্বচ্ছল অনেক পরিবার। এই প্রকল্পের অধীনে জেলার সাতটি উপজেলায় ২৭৭টি সমিতির সদস্য ১৪ হাজার ৫৭৭ জন। তাদের চাহিদামতো এ পর্যন্ত ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে পল্লী উন্নয়ন বোর্ড। এদিকে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অভাবগ্রস্থ মানুষের সংখ্যা কমেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেশের হতদরিদ্র ও দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে চালু করেন ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প।’