কক্সবাজারে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার
উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এ প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজারে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিনের উন্নয়ন মেলা।
সকালে শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত “এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন: দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও সামগ্রিক সাফল্য” আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া। এসময় কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে মেলা প্রাঙ্গনে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়।