নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার আহবান
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীর সিআরবিতে আয়োজিত সভায় বক্তারা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করারও আহবান জানান। সংগনের নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ড.সাইফুল ইসলাম দিলদার। পরে কেক কেটে বর্ষপুতি উদযাপন করা হয়।