ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবীতে পথসভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবীতে এলাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও হাটবাজারে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত সি.এস ম্যাপ অনুযায়ী সন্দ্বীপ সীমানা নির্ধারণের দাবী তুলে ধরা হয়। পাশাপাশি আন্ত:জেলা সীমানা নির্ধারণ না করেই চট্টগ্রাম জেলা'র সন্দ্বীপ উপজেলা'র সাবেক ন্যায়ামস্তি ইউনিয়ন বর্তমান ভাসান চরকে নোয়াখালী জেলা'র অধীন থানা ঘোষণার প্রতিবাদ জানানো হয়। 

শুক্রবার (২২ নভেম্বর) সন্দ্বীপের এনাম নাহার মোড়, বক্তার হাট, চৌমুহনী বাজার, এরশাদ মার্কেট ঘাটমাঝিরহাট, হক সাহেবের বাজার, মুন্সিরহাট, আকবরহাট, কালাপানিয়া দীঘির কোনা, বাতেন মার্কেট, পৌর মার্কেট ইত্যাদি স্থানে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, সীমানা আন্দোলনের রিট আবেদনকারী মনিরুল হুদা বাবন, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সভাপতি সুফিয়ান মানিক, সাংগঠনিক সম্পাদক কবি বাদল রায় স্বাধীন, সন্মিলিত অধিকার আন্দোলনের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সদস্য সচিব অপু ইব্রাহীম, কবি ও ব্যাংকার মোস্তফা হায়দার, কালাপানিয়া আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান আরমান, ডাঃ মোজাম্মেল হোসেন, এনাম নাহার বর্নিক সমিতির সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, সংবাদকর্মী মোহাম্মদ নুরুল আবছার, ব্যবসায়ী আসিফ আক্তার, দীর্ঘাপাড় ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, চট্টগ্রাম জেলা মানবাধিকার ফোরামের সভাপতি কেফায়েত উল্যা খাঁন, আনোয়ার মন্জুর মাওলা, শাকিল,কাউসার মাহমুদ দিদার উদ্দীন আল-আমিন প্রমুখ।

বক্তারা দাবী আদায় না হলে পরবর্তীতে সন্দ্বীপসহ, ঢাকা- চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জনসভা, মহা সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গন- অনশনের মতো কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষণা দেন।

কেআই/আরকে