ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার

শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়,  যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশী উন্নতি লাভ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম । নগরীর পুরাতন চাঁন্দগাঁওয়ের’ বিএসসি চত্ত্বরে, চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এ্যান্ড কলেজ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিবুর  রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ দবির উদ্দিন খানসহ বিশিষ্টজনরা।