পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার
পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ঢাকা ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের উসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় যাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামলা মিলনায়তনসহ আরো ৪টি স্থানে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উসব দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে বলে মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্লাটফর্ম তৈরি করতে সফল হয়েছে।