ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার

প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়িধাক্কা দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কল্যাণ কোরাইয়াকে জেল গেটে  জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে  কলাবাগান থানার এসআই ওমর ফারুক খান তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গেলো সোমবার রাতে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পান জিয়া।  রাজধানীর একটি হাসপাতেলে জিয়ার মস্তিস্কের অস্ত্রোপচার হয়েছে।