সভা সমাবেশ করতে ভবিষ্যতে বিএনপি আর অনুমতির অপেক্ষা করবেনা: রিজভী
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৭ বুধবার
সভা সমাবেশ করতে ভবিষ্যতে বিএনপি আর অনুমতির জন্য অপেক্ষা করবে না বলে জানিয়েছেন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান কেড়ে নেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশালে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা দল আয়োজিত মানববন্ধনে অংশ নেন রিজভী। তিনি বলেন, সমাবেশের জন্য পুলিশের কাছে বারবার অনুমতি চাওয়া হলেও সাড়া মেলেনি। তাই ভবিষ্যতে আর পুলিশের অনুমতির জন্য অপেক্ষা করা হবে না। নারীদের উপর হামলা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।