ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

নোবিপ্রবি`র ভর্তি কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। 

রোববার ভিসি প্রফেসর ড. দিদার-উল-আলম বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রমুখ। 

‘এ’ ইউনিট ২৯৮ আসনের বিপরীতে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয়। আগামীকাল (সোমবার) ‘বি’ ইউনিটের ১৬৫ আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

কেআই/আরকে