ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৬ এএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

  কোপা দেল রে ফুটবলের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠলো বার্সেলোনা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে কাতালানরা। ফিরতির পর্বের ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লুইস এনরিখের শিষ্যরা। ৩৫ মিনিটে গোল করে দলকে লিড এনেদেন সুয়ারেজ। ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি আসে নেইমারের কাছ থেকে। ৫১ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে একমাত্র গোলটি করেন এনরিক সাবরিট। ৭৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন লিওনেল মেসি।