ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহী, খুলনা, নরসিংদী ও চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। খুলনায় রাষ্ট্র্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের জোট সিবিএ ননবিএ সংগ্রাম পরিষদ ৬ দিনের  কর্মসূচী  ঘোষণা করেছে।
রাজশাহীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় কাটাখালী জুটমিলের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন পাটকল শ্রমিকরা। এরপর তারা মিল গেটে এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে। এসময় জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।
খুলনায় ৬ দিনের কর্মসূচীর প্রথম দিনে শিল্পাঞ্চলের বিক্ষোভ মিছিল কওে শ্রমিকরা। সকাল সাড়ে ৯টায় খুলনার ৯টি পাটকলের মিলগেটে সমবেদ হয়ে পরে মিছিল করে তারা । খালিশপুর এলাকা ঘুওে মিছিল শেষ  প্রতিটি মিল গেটে। 
নরসিংদীতে ৯ দফা দাবিতে মিছিল করেছে  ইউএমসি জুট মিলের শ্রমিকরা। সকালে মিলের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে,  মিল গেইটে গিয়ে শেষ হয় মিছিলটি। 
চট্টগ্রামেও ১১ দফা  দাবীতে বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিকরা। 
দাবী না মানলে কঠোর আন্দোলনের হুঁসিয়ারী দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।