ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

সুনামগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার লকন্দর আলী (৩৪) নিহত হয়েছেন।

রোববার দিনগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাওঁ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। এসময় ৬ পুলিশ সদস্য আহত হন।

নিহত লকন্দর আলী সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর- হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে। তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, রোববার রাত ২টায় দিকে ভূইগাওঁ এলাকায় ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

একে//