কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেশিরভাগ অংশই আঁকাবাকা; ঘটছে দুর্ঘটনা
প্রকাশিত : ১২:১০ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:১২ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেশিরভাগ অংশই আঁকাবাকা আর অপ্রশস্ত হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন যাত্রীরা। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বলছে, মহাসড়কটি প্রশস্ত করতে নতুন প্রকল্প নিয়েছেন তারা।
কুমিল্লা অঞ্চলে বর্তমানে সবচে বেশি ও দুর্ঘটনাপ্রবণ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক।
গত দুই বছরে এই সড়কে ৬৫টি দুর্ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন একশ’রও বেশি মানুষ। দিনে দিনে বাড়ছে যানবাহনের চাপ। সেইসাথে সড়কের অনেক স্থানের প্রস্থও কম। আবার বেশ কিছু জায়গা আঁকা-বাঁকা। এ কারণে প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর এবং কুমিল্লার জন্য গুরত্বপূর্ণ এ সড়কটি প্রশস্ত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি এ অঞ্চলের যাত্রীদের।