ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

সপ্তাহ না পেরোতেই রাস্তায় ভাঙ্গন!

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৌন্দর্য বর্ধনসহ যাতায়াতের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি রাস্তা। সংস্কারসহ চওড়া করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের রাস্তাগুলো। সপ্তাহ খানেক আগে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম হতে মাদার বখশ হল সংলগ্ন রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। 

কিন্তু অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজগুলো দুর্বল হওয়ায় সপ্তাহ পেরোনোর আগেই ভাঙ্গন ধরেছে রাস্তাটির। দুর্বল ও দায়সারা এমন কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘কদিন আগে আমাদের যাতায়াতের ভোগান্তির কথা ভেবে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে কিন্তু কদিন যেতে না যেতেই ভেঙ্গে যাচ্ছে। আসলে এর মানেটা কি? যারা এই নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন, তারা নিজেদের ইচ্ছেমত দায়সারাভাবে নির্মাণ করেছেন। কোনো জবাবদিহিতা নাই!

সরে জমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল সংলগ্ন হতে শেখ কামাল স্টেডিয়ামে পাশের রাস্তাটি সপ্তাহ খানেক আগে নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু এরই মাঝে দূর্বল নির্মাণ কাজের জন্য রাস্তাটি টেকসই হচ্ছে না। ইতিমধ্যে ভাঙ্গন শুরু হয়েছে। 

ইটগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। পুকুরের পাশ দিয়ে মাটি দিয়েও রাস্তাটি ভাঙ্গণ রোধ করা সম্ভব হচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, রাস্তাটি হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে ভেঙে গিয়ে আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এদিকে, একাদশ সমাবর্তনকে ঘিরে কয়েকটি রাস্তা নতুন করে সংস্কার করা হলেও শহীদ হবিবুর রহমান হলের পাশ দিয়ে চারুকলা রাস্তাটি প্রশাসনের আড়ালেই রয়ে গেছে। রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ নিয়ে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘সঠিক তদারকি আর জবাবদিহিতার ব্যবস্থা না থাকায় শুধু লোক দেখানো উন্নয়ন করে অর্থের অপচয় করা হচ্ছে। সঠিক পরিকল্পনা না থাকার ফলে শুধু দায়সারা কাজ হচ্ছে, কোনো কাজই টেকসই হচ্ছে না। প্রতিটি কাজের সঠিক তদারকি আর জবাবদিহিতা থাকা দরকার।’

এ বিষয়ে তথ্য নিতে প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এ প্রতিবেদককে বলেন, ‘এ সমস্যার কথা প্রথম শুনলাম। তবে, যারা এ কাজের দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলবো। আর শহীদ হবিবুর রহমান হলের পাশের রাস্তাটি কিছু দিনের মাঝে সংস্কার কাজ শুরু হবে।’

এআই/এসি