ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

দিনাজপুরে অজ্ঞাত রোগ আর পোকার আক্রমণে ঝরে পড়ছে গাছের বেগুন

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৪ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত রোগ আর পোকার আক্রমণে ঝরে পড়ছে গাছের বেগুন। পাতা কুঁচকে মরে যাচ্ছে শত-শত বিঘা ক্ষেতের বেগুন গাছ। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। তবে সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে চাষীদের নিয়োমিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গেলো কয়েক বছরে দিনাজপুরের বিরামপুরে বেগুনসহ বিভিন্ন সবজির চাষাবাদ বেড়েছে কয়েক গুন। এবার প্রায় ১হাজার হেক্টর জমিতে বেগুনসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। সম্প্রতি এখানে বেগুন ক্ষেতে অজ্ঞাত রোগ আর পোকার আক্রমণে, গাছে ফুল এলেও ফল আসছেনা। অনেক গাছে বেগুন ধরলেও ছোট থাকতেই নষ্ট হয়ে যাচ্ছে। রোগ সম্পর্কে তেমন জানা না থাকলেও ক্ষেতে পোকার আক্রমণ আর রোগ-বালাই ঠেকাতে নিয়মিত বিভিন্ন কীটনাশক দিচ্ছেন চাষিরা। কিন্তু মিলছে না আশানুরূপ ফল। আক্রান্ত গাছগুলো ক্ষেত থেকে তুলে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সমস্যা থেকে উত্তরণে কার্যকর আশু পদক্ষেপের দাবি সবজি-চাষীদের।