ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

চেনা-অচেনার গল্প

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

আমরা কাকে চিনি, নিজেকে কতটা চিনি?

আমরা নিজেকে চিনি, আমরা নিজেকে জানি

রহস্যময়তা!

আমি নিজেকে চিনি, অন্যরা চিনে না আমাকে

আমরা উদাসীন, আমরা সবাই কবি

আমরা ঘুষখোর, আমরা সবাই ধনী

চিনাচিনিতে আমরা নিজেরা সফল

চিনাচিনিতে আমরা নিজেরা বিফল

মুখ দেখে চিনা যায় সুন্দর

মুখ দেখে চিনা যায় না অন্তর

চিনি গো চিনি, তোমারে চিনি, ভালো করে চিনি

সারা জীবন জলে ভরে থাকে আমাদের আঁখি

চিনার ভেতরে তুমি যেন অচেনা পাখি।

একে//