ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

চুয়াডাঙ্গায় পেঁয়াজের বাজারে আগুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় নাভিশ্বাস তুলেছে পেঁয়াজের বাজার। গত দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা। বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে আসলেও সেই পেঁয়াজের অধিকাংশই পচা। ফলে, মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা নিচের বাজার ঘুরে দেখা গেছে, নতুন ওঠা দেশি কলি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৫০ থেকে ১৮০ টাকায়। 

আর আমদানি করা পেঁয়াজ ২৩০ থেকে ২৪০ টাকা। বাজারে গিয়ে মিলেছে ক্রেতা বিক্রেতার বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া। 

বিক্রেতারা জানাচ্ছেন, গত দু’দিন আগে পেঁয়াজের দাম কিছুটা কম ছিলো। এখন তা আবারও বৃদ্ধি পাচ্ছে। 

ক্রেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে করেই পেঁয়াজের দাম বাড়িয়ে চলেছে। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্য দ্রব্যটির দাম। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। 

এআই/