চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে জেলার চিতলমারী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. রিয়াজুল কবির কাওসার, এ্যাড. আমিরুল আলম মিলন এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. অশোক কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু।
এর আগে দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত উদ্দিন ভুইয়া চিতলমারী উপজলো আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধন
করেন।
সভাশেষে মো. বাবুল হোসেন খানকে সভাপতি এবং পীযুষ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে আগামী দশ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।
প্রধান অতিথি বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ক্ষমতায় থাকার সময়ে সচিবালয়ের ফাইল প্রথমে হাওয়া ভবনে যেত। সেখান থেকে তারেক রহমান দেখার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হত। এতে দেশের কোন উন্নয়ন সাধিত হয়নি। অন্যদিকে, শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকেপরিচালনা করেছেন। বাংলাদেশকে দারিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।যার কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে।
কেআই/