ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

ক্ষতিগ্রস্ত জমির মালিকদের চেক হস্তান্তরে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তরে স্বচ্ছতা আনতে বাগেরহাটে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

জমির মালিকদের বাড়িতে গিয়ে তাদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে বাগেরহাটের খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্পে নতুন করে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ জমির মালিক রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সাক্কাত উল্লা শেখের বাড়িতে গিয়ে তার হাতে চেক তুলে দেওয়া হয়।

পরে হোগলডাঙ্গা মাদরাসা মাঠে বাগেরহাট খানজাহান আলী বিমান বন্দরের জন্য জমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্ত ৩৩ জন জমির মালিককে ৮৯ লাখ ৮৫ হাজার ৬৯৩ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। সভায় ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একে//