ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

চট্টগ্রাম মহানগরীতে ১৭ শতাংশ হারে বাড়তি পৌরকর

প্রকাশিত : ০৬:০২ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০২ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রাম মহানগরীতে ১৭ শতাংশ হারে বাড়তি পৌরকর আরোপের মাধ্যমে সরকারের সাথে জনগণের দুরত্ব বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশে এই অভিযোগ করেন পরিষদের নেতারা। বাড়তি পৌরকর বাতিল করা না হলে, হরতালসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। ১৯৮৬ সালে জারি করা অধ্যাদেশের আওতায় চট্টগ্রাম মহানগরীর বাড়ির মালিকদের উপর ১৭ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপর হোল্ডিং ট্যাক্স পুণ:নির্ধারণে কাজ শুরু করে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স কয়েক গুণ বৃদ্ধির কারণে বিক্ষুব্ধ চট্টগ্রামে বাড়ির মালিকরা। হোল্ডিং ট্যাক্স বাড়ানোর কারনে সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন করদাতা সুরক্ষা পরিষদের নেতারা। এছাড়া, সবার সাথে আলোচনা করে হোল্ডিং ট্যাক্স পুণ:নির্ধারনের দাবি জানিয়েছেন সাবেক জনপ্রতিনিধিরা। নগরবাসীর উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়ায় ভবিষ্যতে জনগণের সাথে সরকারের দুরত্ব বাড়বে বলে মনে করেন আন্দোলনকারীরা। এদিকে, সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সমাবেশ থেকে আগামী ৩০ দিনের মধ্যে সিটি কর্পোরেশনের আরোপ করা ১৭ শতাংশ বাড়তি পৌরকর বাতিলের দাবি জানানো হয়।